উত্তরদিনাজপুর

নিজের মাকে বাটাম দিয়ে হত্যা করার ঘটনায় দশ বছরের সশ্রম কারাদন্ড গুণধর ছেলের

নিজের মাকে কাঠের বাটাম মেরে হত্যা করার ঘটনায় গুণধর ছেলেকে দশ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিল ইসলামপুর মহকুমা আদালত।। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা আদালতে ছেলে গৌতম দত্তকে ১০ বছরের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে, অনাদায়ে আরও ১ বছরের সাজা। 

জানা যায়, গত ২০১৪ সালের ১১ই ডিসেম্বর ইসলামপুর কলেজ মোড় এলাকায় সেদিনের ভোর বেলা ছেলে গৌতম দত্ত তার মাকে কাঠের বাটাম দিয়ে মারে, এবং সাথে সাথে মৃত্যু হয় তাঁর মায়ের। এরপর গৌতম দত্তের বোন অন্যপূর্না দত্তের লিখিত অভিযোগের ভিত্তিতে দাদা গৌতম দত্তকে ইসলামপুর থানা গ্রেপ্তার করে। এত দিন ধরে গৌতম জেলেই ছিল। মঙ্গলবার সকালে ইসলামপুর মহকুমা আদালতের ফাস্ট ট্রাক কোর্টে বিচারপতি অরুন রাই সাজা ঘোষনা করেন।

এবিষয়ে বিচারপতি অরুন রাই জানান, ১১ই ডিসেম্বর ২০১৪ সালে একটি মামলা হয়েছিল, সেখানে গৌতম দত্ত নামে এক ছেলে তাঁর মাকে কাঠের বাটাম মেরে হত্যা করে। গৌতম দত্তের বোন অন্যপূর্না দত্ত ইসলামপুর থানা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায় করেন। এরপর সে এত দিন জেলেই ছিল। মঙ্গলবার সকালে ইসলামপুর মহকুমা আদালতের ফাস্ট ট্রাক কোর্টে বিচারপতি অরুন রাই সাজা ঘোষনা করে, গুণধর পুত্র গৌতম দত্তকে ১০ বছরের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে, যদি সে টাকা দিতে না পারে তাহলে তাকে আরও ১ বছর জেলের সাজা ভোগ করতে হবে বলে তিনি জানান।